হেফাজতে ইসলাম: জুনায়েদ বাবুনগরী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার কয়েক ঘণ্টা পর আহ্বায়ক কমিটি গঠন করলেন

 রবিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টা পরই সংগঠনটি একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

আহ্বায়ক কমিটিরও প্রধান হয়েছেন বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরী।

রাত সাড়ে তিনটার দিকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের নেতা নুরুল ইসলাম জিহাদি আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।

coinpayu


এরপর সকালে একটি সংবাদ বিবৃতির মাধ্যমে জানানো হয় আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা তিনজন।

বাকী দুজন সদস্য হচ্ছেন:

  • মুহিবুল্লাহ বাবুনগরী - প্রধান উপদেষ্টা
  • নুরুল ইসলাম জিহাদি - সদস্য সচিব

বিবৃতিতে বলা হয়, "চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হলো"।


দস্য সচিব মি. জিহাদি ভিডিও বার্তায় বলেছেন, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের যাবতীয় কর্মসূচী পরিচালিত হবে।

সংগঠনের লিখিত বিবৃতিতে আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা তিন জন উল্লেখ করা হলেও মি. জিহাদি তার ভিডিও বার্তায় সদস্যের সংখ্যা ৫ জন বলে উল্লেখ করেছেন। বাকী দুজন সদস্যের নাম তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন নানুপুরি এবং মিজানুর রহমান চৌধুরী।


No comments:

Post a Comment