যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা করল আওয়ামিপন্থী

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার আবেদনের বিষয়টি জানানো হয়।
ছবি: সংগৃহীত (প্রথম আলো)


আল-জাজিরা টিভি ও পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মামলার আবেদন করা হয়েছে৷ এতে আল-জাজিরার সম্প্রতিক প্রচারিত " All the Prime minister's man" এর ভিডিও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে৷ এবং প্রত্যেকের কাছ থাকে ক্ষতিপূরণ বাবৎ ৫০০ মিলিয়ন ডলার চাদা প্রদানের নির্দেশ করা হয়েছে৷ 


মামলার বিবাদী (১) আল-জাজিরা ইংলিশ (২) দেশত্যাগী ড. কনক সারওয়ার (৩) সাংবাদিক ইলিয়াছ হুসাইন (৪) অব জেনারেল দেলওয়ার হোসেন (৫) জুলকারনাইন সায়ের (৬) ডেভিড বার্গম্যান ও (৭) আল-জাজিরা মিডয়া নেটওয়ার্ক৷

বিস্তারিত পড়তে ক্লিক করুন

No comments:

Post a Comment