লেখক মুশতাক হত্যার ব্যাপারে তথ্যপ্রকাশ করল আল-জাজিরা

 সম্প্রতিক লেখক মুস্তাক আহমদের কারাগারে মৃত্যু করেছেন৷ করোনাকালীন দুর্নীতির কথা লেখার কারণে বহুল সমালোচিত "ডিজিটাল সিকিউরিট অ্যাক্ট" এর মামলায় তাকে গ্রেফতার করা হয়৷ সরকারের কাছে বার বার জামিন চাওয়ার পরও আদালত তাকে জামিন দেয়নি৷ বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে লেখক মুস্তাককে নির্মমভাবে টর্চার করে কারাগারেই হত্যা করা হয়েছে৷ ফলে লেখক মুস্তাক আমদের  হত্যার প্রতিবাদ ও বিতর্কিত "ডিজটাল সিকিউরিটিি অ্যাক্ট" কালো আইন বাতিলের দাবিতে ছাত্র জনতা রাজধানির উত্তপ্ত করে রেখেছে৷ তারা ২৬ মার্চের মধ্যে কালো আইনে বাতিলের আল্টিমেডাম দিয়েছে৷ বাংলাদেশের কোন মিডিয়াতে তা না আসলেও আল-জাজিরা এবং ডয়চে ভেলের প্রতিবেদন তা এসেছে৷

আল-জাজিরায় প্রচারিত




ডয়চে ভেলের প্রতিবেদন



1 comment:

  1. জয় হোক জনতার,
    জয় হোক স্বাধীনতার৷

    ReplyDelete